Skip to main content

Posts

Showing posts from May, 2021

অসহায় দারিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে ইফতার দিয়ে হাসি ফোটাতে সহযোগিতার জন্য আবেদন করেছেন।

আসসালামু আলাইকুম, আমরা Mohammad Nazrul Islam Poly Begum Society - (MNIPB Society) (মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি)র পক্ষ থেকে কার্যএলাকা শওকত হোসেন ঈদগাহ ময়দান সংলগ্ন, ভাটারখাল, বরিশাল -৮২০০ ও বরিশালের কিছু যায়গায় অসহায় পথচারি মানুষকে ইফতার ও শিশুদের ঈদে কিছু উপহার দিতে চাই। এই কাজের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যদি সকলে সকলের জায়গা থেকে একটু একটু সহযোগিতা করি তাহলে আমরা ওদের মুখে হাসি ফোটাতে পারবো।আমি নিজেও আমার সাধ্যের মধ্য সহযোগিতা করার চেষ্টা করবো। 🙏Bkash Number ★MNIPB SOCIETY অফিসিয়াল বিকাশ নাম্বার: 01954-250432 (personal) ★Md Mosleuddin Sahan যুগ্ম সম্পাদক মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি : ফোন বিকাশ নাম্বারঃ 01798-135718 (personal) ★Syed Boney Amin সহ-সভাপতি মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি বিকাশ নাম্বারঃ 1838-830467 (personal) ★

এতিমদের নিয়ে ইফতার করলেন এমএনআইপিবি সোসাইটির সহ সভাপতি সৈয়দ বনী আমিন

নিজ প্রতিবেদনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের নিয়ে ইফতার, রাতের খাবার ও দোয়ার আয়োজন করেছেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর সহ সভাপতি সৈয়দ বনী আমিন বৃহস্পতিবার (২৯ই এপ্রিল) ঝালকাঠি জেলার বিনয়কাঠীর রমজানকাঠী এলাকায় অবস্থিত রমজানকাঠী নেছারিয়া ফোরকানিয়া হাফিজি মাদ্রাসা,এতিম খানা ও লিল্লাহ বোডিং এর বাচ্চাদের সাথে নিয়ে তিনি এই আয়োজন করেন। এই বিষয়ে এমএনআইপিবি সোসাইটির সহ সভাপতি বলেন, ‘এতিম বাচ্চাদের প্রতি সব সময়ই আমার একটা আলাদা অনুভূতি কাজ করে, হয়তো আমি নিজেও এতিম বলে। তাই প্রতিবছরই ঈদ কিংবা রোজায় আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম এর নির্দেশনা হচ্ছে সোসাইটির প্রতিটা সদস্য এই করোনার সময়ে যে যেখানে আছে নিজের সাদ্য অনুযায়ি অসহায় দারিদ্র ও সুবিধা বঞ্চিত সবার পাশে দাঁড়ানোর। তাই এবার তারই অংশ হিসেবে রমাদান সিরিজ গ্রুরুপের সৌজন্যে তাদের সাথে রাতের খাবার, ইফতার ও দোয়ার আয়োজন করি। এই সময় শাখা রমাদান সিরিজ গ্রুপের কয়েক জন সদস্য কর্মী উপস্থিত ছিলেন।

মমতা ব্যানার্জির জয়ে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির শুভেচ্ছা

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর পক্ষ থেকে মমতা দিদি ও তার টিম তৃণমূল কে নন্দীগ্রামে শুভেন্দুর চ্যালেঞ্জ জিতলেন মমতা নন্দীগ্রামের আসনে শুভেন্দুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ঘরে তুলেছেন মমতা। ১৬ রাউন্ড ভোট গণনার শেষে মাত্র ৬ ভোটে শুভেন্দু অধিকারীর চেয়ে পিছিয়ে পড়েন তিনি। চূড়ান্ত রাউন্ড গণনার শেষে পশ্চিমবঙ্গের হট সিট হিসেবে খ্যাত এই আসন জিতে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এক হাজার ২০১ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাট্রিক জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের রাজ্যটিতে ২১৫ টিতে জয়ের হাতছানি জোড়া ফুলের সামনে। আর কেন্দ্রে ক্ষমতাসীন মোদির বিজেপি জয় পেতে চলছে মাত্র ৭৬ আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজারের বেশি ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাবেক মুখ্যমন্ত্রী’ লেখার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তার শক্ত ঘাঁটিতেই প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন মমতা। কলকাতার ভবানীপুরের নিজ আসন ছেড়ে দেন...