নিজ প্রতিবেদনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের নিয়ে ইফতার, রাতের খাবার ও দোয়ার আয়োজন করেছেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর সহ সভাপতি সৈয়দ বনী আমিন
বৃহস্পতিবার (২৯ই এপ্রিল) ঝালকাঠি জেলার বিনয়কাঠীর রমজানকাঠী এলাকায় অবস্থিত রমজানকাঠী নেছারিয়া ফোরকানিয়া হাফিজি মাদ্রাসা,এতিম খানা ও লিল্লাহ বোডিং এর বাচ্চাদের সাথে নিয়ে তিনি এই আয়োজন করেন।
এই বিষয়ে এমএনআইপিবি সোসাইটির সহ সভাপতি বলেন, ‘এতিম বাচ্চাদের প্রতি সব সময়ই আমার একটা আলাদা অনুভূতি কাজ করে, হয়তো আমি নিজেও এতিম বলে। তাই প্রতিবছরই ঈদ কিংবা রোজায় আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম এর নির্দেশনা হচ্ছে সোসাইটির প্রতিটা সদস্য এই করোনার সময়ে যে যেখানে আছে নিজের সাদ্য অনুযায়ি অসহায় দারিদ্র ও সুবিধা বঞ্চিত সবার পাশে দাঁড়ানোর। তাই এবার তারই অংশ হিসেবে রমাদান সিরিজ গ্রুরুপের সৌজন্যে তাদের সাথে রাতের খাবার, ইফতার ও দোয়ার আয়োজন করি।
এই সময় শাখা রমাদান সিরিজ গ্রুপের কয়েক জন সদস্য কর্মী উপস্থিত ছিলেন।
মানব সেবা আমাদের ধর্ম,আমরা কাজে বিশ্বাসী। একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন
Comments
Post a Comment