Skip to main content

Posts

Showing posts from September, 2022

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র সেরা সেচ্ছাসেবী সম্মাননা ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র ভাইস-চেয়ারম্যান ও মহাপরিচালক মমতাময়ী মা পলি বেগম এর ৪৫ তম জন্মদিন উদযাপন,সাধারণ জ্ঞান প্রতিযেগীতা বিজয়ী সম্মাননা-২০২২ইং প্রদান ও বাচ্চাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ এটিএম শহিদুল্লাহ কবির,১০নং ওয়ার্ড কাউন্সিল,বরিশাল সিটি কর্পোরেশন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব,মোঃ আলাউদ্দিন আলো,সভাপতি,জ্বালানী তেল পরিবেশক ডিলার এজেন্ট মালিক সমিতি,বরিশাল।সাংগাঠনিক সম্পাদক,বিভাগীয় পেট্রোল পাম্প ও টেংলরী মালিক সমিতি,বরিশাল।পরিচালক,বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স।বিলকিস আক্তার,মহাসচিব ও স্পিকার,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি।এইচ এম নকিবুল ইসলাম,প্রতিষ্ঠাতা ও সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি,মোঃ মেহেদী হাসান লাবু,সেচ্ছাসেবী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়শা তৌহিদ লুনা,প্যানেল মেয়র,বরিশাল সিটি কর্পোরেশন। এছারাও উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র পরিচালক,কাজি মেহেদী হাসান,আহ্বায়ক,মেহেদী হাসান মুন্না,প্রধান শিক্ষক,মোঃ রাকিব,সদস্য মোঃ রাউফির আহম্মেদ,আরিফুল ইসলাম,...

শুভ জন্মদিন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্নধার মমতাময়ী মা পলি বেগম

আজ ৭ই সেপ্টেম্বর ১৯৭৭ সালে এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের শিকদার বংশের আব্দুল মান্নার শিকদার এর ঘর আলো করে মোসাঃ রিজিয়া বেগম এর কোল জুরে জন্ম নেয় পলি বেগম।ভাই বোনদের মধ্যে তিনি সেজো।তার বড় বোন ডলি বেগম(বই ব্যবসায়ী)মেজো ভাই মোঃ রিপন শিকাদর(বই ব্যবসায়ী) ও ছোট ভাই মোঃ শাওন শিকদার(বই ব্যবসায়ী)ছোট বেলা থেকেই পলি বেগম ছিলেন মানুষের প্রতি মানবতার ও ভালোবাসা প্রতিক।স্কুল জীবন শেষ করেন আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে।পরবর্তীতে বি এম কলেজ তার শিক্ষা জীবন শেষ করেন। তার বিবাহ হয় একই ইউনিয়নের কোষাবর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বাবুল হাওলাদার এর সাথে।সংসার জীবনে তার শশুর বাড়ি পরিবারের কাছে তিনি ছিলেন খুবই ভালো একজন পূত্রবধু। প্রতিবেশী সাধারন সকলের সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়।তার চারটি ছেলে আছে বড় ছেলে মোঃ নেছারুল ইসলাম(বিজিবি) মেজো ছেলে মোঃ নাঈমুল ইসলাম(দুবাই) সেজো ছেলে এইচ এম নকিবুল ইসলাম(সাংগঠনিক ও সাংস্কৃতিক) ছোট ছেলে মোঃ নাদিমুল ইসলাম(১০ শ্র...