মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র সেরা সেচ্ছাসেবী সম্মাননা ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র ভাইস-চেয়ারম্যান ও মহাপরিচালক মমতাময়ী মা পলি বেগম এর ৪৫ তম জন্মদিন উদযাপন,সাধারণ জ্ঞান প্রতিযেগীতা বিজয়ী সম্মাননা-২০২২ইং প্রদান ও বাচ্চাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ এটিএম শহিদুল্লাহ কবির,১০নং ওয়ার্ড কাউন্সিল,বরিশাল সিটি কর্পোরেশন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব,মোঃ আলাউদ্দিন আলো,সভাপতি,জ্বালানী তেল পরিবেশক ডিলার এজেন্ট মালিক সমিতি,বরিশাল।সাংগাঠনিক সম্পাদক,বিভাগীয় পেট্রোল পাম্প ও টেংলরী মালিক সমিতি,বরিশাল।পরিচালক,বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স।বিলকিস আক্তার,মহাসচিব ও স্পিকার,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি।এইচ এম নকিবুল ইসলাম,প্রতিষ্ঠাতা ও সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি,মোঃ মেহেদী হাসান লাবু,সেচ্ছাসেবী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়শা তৌহিদ লুনা,প্যানেল মেয়র,বরিশাল সিটি কর্পোরেশন। এছারাও উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র পরিচালক,কাজি মেহেদী হাসান,আহ্বায়ক,মেহেদী হাসান মুন্না,প্রধান শিক্ষক,মোঃ রাকিব,সদস্য মোঃ রাউফির আহম্মেদ,আরিফুল ইসলাম,...