আজ ৭ই সেপ্টেম্বর ১৯৭৭ সালে এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের শিকদার বংশের আব্দুল মান্নার শিকদার এর ঘর আলো করে মোসাঃ রিজিয়া বেগম এর কোল জুরে জন্ম নেয় পলি বেগম।ভাই বোনদের মধ্যে তিনি সেজো।তার বড় বোন ডলি বেগম(বই ব্যবসায়ী)মেজো ভাই মোঃ রিপন শিকাদর(বই ব্যবসায়ী) ও ছোট ভাই মোঃ শাওন শিকদার(বই ব্যবসায়ী)ছোট বেলা থেকেই পলি বেগম ছিলেন মানুষের প্রতি মানবতার ও ভালোবাসা প্রতিক।স্কুল জীবন শেষ করেন আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে।পরবর্তীতে বি এম কলেজ তার শিক্ষা জীবন শেষ করেন।
তার বিবাহ হয় একই ইউনিয়নের কোষাবর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বাবুল হাওলাদার এর সাথে।সংসার জীবনে তার শশুর বাড়ি পরিবারের কাছে তিনি ছিলেন খুবই ভালো একজন পূত্রবধু। প্রতিবেশী সাধারন সকলের সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়।তার চারটি ছেলে আছে বড় ছেলে মোঃ নেছারুল ইসলাম(বিজিবি) মেজো ছেলে মোঃ নাঈমুল ইসলাম(দুবাই) সেজো ছেলে এইচ এম নকিবুল ইসলাম(সাংগঠনিক ও সাংস্কৃতিক) ছোট ছেলে মোঃ নাদিমুল ইসলাম(১০ শ্রেনীর ছাত্র)
বর্তমানে সে বাংলাদেশ আওয়ামিলীগ সংগঠনের সাথে একজন নেত্রী হিসেবেই পরিচিত মুখ
পলি বেগম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন মহিলা আওয়ামিলীগের সভাপতি।নেতৃত্বেও তার ভূমিকা অতুলনীয়।
আজ এই একই দিন তার জন্মদিন ছিলো
জন্মদিন উপলক্ষে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি ৩দিন ব্যাপি কোরআন তেলওয়াত ও দোয়ার আয়োজন করেছেন।এবং মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির সভাপতি,সাধারন সম্পাদক,ও অন্য সকল সদস্যরা জন্মদিনের শুভেচ্ছা জানান।
এবং তার দীর্ঘয়ু কামনা করেন।
মানব সেবা আমাদের ধর্ম,আমরা কাজে বিশ্বাসী। একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন
Comments
Post a Comment