এইচ এম নকিবুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শাকিল হাওলাদার এর পরিচালনায় দিন ব্যাপি জীবানু ণাশক স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক নোভেল করোনা ভাইরাস উপলক্ষে, ৩ নং দাড়িয়াল ইউনিয়নে জনসচেতনতা মূলক মাইকিং ও জীবাণু-ণাশক স্প্রে। বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার,বাংলা বাজার,মানিক চেয়ারম্যান বাড়ি মসজিদ, মুন্সির হাট-নতুন ও পুরান বাজার,মিয়ার হাট,কাটাদিয়া খেয়াঘাট ও দাড়িয়াল ইউনিয়ন এর সকল মসজিদের চার পাশ প্রথম দিনের মত জীবানু ণাশক ছিটানো কার্যক্রম অনুষ্ঠানের যাত্রা শুরুর উদ্বোধন। প্রথম দিন উদ্বোধন করেনঃ এম এ জব্বার বাবুল (চেয়ারম্যান, ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথিঃ মোঃ জুবায়ের আহাম্মেদ (ইনচার্জ,বাংলাদেশ পুলিশ তদন্ত কেন্দ্র, সরসী।) সভাপতিত্ব করেনঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি।প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক,আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।) অনুষ্ঠান পরিচালনা করেনঃ মোঃ শাকিল হাওলাদার (কেন্দ্রীয় সদস্য সচিব, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কামারখালী শাখার সদস্য বিন্দু সার্বিক সহযোগিতায়ঃ আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল। সভাপত...
Comments
Post a Comment