Skip to main content

মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির বাচ্চাদের নিয়ে খেলাধুলা শেষে খাবার বিতরণ অনুষ্ঠান।

মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির বাচ্চাদের নিয়ে খেলাধুলা শেষে খাবার বিতরণ অনুষ্ঠান
মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম আজ বিকালে নামাজ শেষে বাচ্চাদের সাথে কিছু সময় কাটালেও এবং বাচ্চাদের নিয়ে নতুন আশ্বাস দেখালেন। বাচ্চাদের বলেন আগামী ১ই মার্চ থেকে তাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এবং নিয়মিত ক্লাস হবে। তখন এইচ এম নকিবুল ইসলাম সকল গার্ডিয়ানদের সাথে মতবিনিময় করেন এবং বলেন যে আপনাদের সকলের সহযোগিতা এই ক্ষেত্রে কাম্য কারণ বর্তমানে কোন ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে আমাদের সকলের সচেতন হতে হবে সচেতনতা অবলম্বন করে তার পাশাপাশি আমাদের কার্যক্রম চালাতে হবে। তখন উপস্থিত ছিলেন সংগঠনের মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর স্থায়ী সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক তানবিন ইসলাম তুলি।উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর স্থায়ী সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ রাকিব মৃধা আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলা সোসাইটি সভাপতি আল অহি জিহাদ ও তাদের সংগঠনের সদস্যবৃন্দরা। তখন বাচ্চাদের নিয়ে কিছু সময় খেলাধুলা করে তাদের মাঝে খাবার বিতরণ শেষে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় আজকের দিনের মত।

Comments

Popular posts from this blog

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র দাড়িয়ালের কমিটি ঘোষণা।

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি প্রধান কার্যালয়,বরিশাল।

এইচ এম নকিবুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শাকিল হাওলাদার এর পরিচালনায় দিন ব্যাপি জীবানু ণাশক স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং

 মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক নোভেল করোনা ভাইরাস উপলক্ষে, ৩ নং দাড়িয়াল ইউনিয়নে জনসচেতনতা মূলক মাইকিং ও জীবাণু-ণাশক স্প্রে। বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার,বাংলা বাজার,মানিক চেয়ারম্যান বাড়ি মসজিদ, মুন্সির হাট-নতুন ও পুরান বাজার,মিয়ার হাট,কাটাদিয়া খেয়াঘাট ও দাড়িয়াল ইউনিয়ন এর সকল মসজিদের চার পাশ প্রথম দিনের মত জীবানু ণাশক ছিটানো কার্যক্রম অনুষ্ঠানের যাত্রা শুরুর উদ্বোধন। প্রথম দিন উদ্বোধন করেনঃ এম এ জব্বার বাবুল (চেয়ারম্যান, ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথিঃ মোঃ জুবায়ের আহাম্মেদ (ইনচার্জ,বাংলাদেশ পুলিশ তদন্ত কেন্দ্র, সরসী।) সভাপতিত্ব করেনঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি।প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক,আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।) অনুষ্ঠান পরিচালনা করেনঃ মোঃ শাকিল হাওলাদার (কেন্দ্রীয় সদস্য সচিব, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কামারখালী শাখার সদস্য বিন্দু  সার্বিক সহযোগিতায়ঃ আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।  সভাপত...

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দীন সাহানের উদ্ভাবিত স্মার্ট হাইওয়ে বাস্তবায়ন হবে জাপানে

শুভেচ্ছা ও অভিনন্দন Mohammad Nazrul Islam Poly Begum Society - (MNIPB Society) র যুগ্ম সম্পাদক Md Mosleuddin Sahan বরিশালের শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট হাইওয়ে বাস্তবায়ন হবে জাপানে সড়ক নির্মাণ আর বিদ্যুৎ খাতের ব্যয় সংকোচন করতে যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবন করেছেন বরিশালের শিক্ষার্থী মোসলেহ উদ্দীন সাহান। তার উদ্ভাবিত ‘স্মার্ট সোলার হাইওয়ে অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট’ ব্যবহার করে একটি সড়ক থেকে তিন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যার মাধ্যমে আধুনিক শহর চালু রাখা যাবে। সড়ক সংস্কারে বাড়বে না বাজেট। উল্টো দুই লেনের এক কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় কমে আসবে। এই সড়কের কোনো অংশ সংস্কারের দরকার হলে পুরো সড়ক সংস্কারের প্রয়োজন নেই। বরং ক্ষতিগ্রস্ত অংশটুকু মেরামত করলেই চলবে। সাহানের উদ্ভাবিত প্রযুক্তি দেশে পরিচিতি না পেলেও স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পুরস্কার জিতে দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে। ২০১৮ সালের এপ্রিলে জাপানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সির আমন্ত্রণে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন সাহান। সেখানে নোবেল বিজয়ী বিজ্ঞানীরাও অংশ নেন। মোসলেহ উদ্দীন সাহান বলেন, স্মার্ট সোলার হাইওয়ে...