আপনিও হতে পারেন বরিশাল জেলায় Mohammad Nazrul Islam Poly Begum Society - (MNIPB Society) একজন গর্বিত সদস্য
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY) (বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।)
নতুন সেচ্ছাসেবী সদস্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
আগ্রহী সদস্যরা নিচের লিংকে ডুকে সদস্য ফরম পূরণ করুনঃ https://forms.gle/eQW7Uta7ckDh69X38
আমরা সামাজিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, দরিদ্র মানুষের ক্ষুধার জন্য লড়াই করছি এবং সমস্ত শিশুদের 100% শিক্ষার জন্য কাজ করছি, প্রকৃতি ও প্রাণীকূলের উন্নয়নের জন্যও কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সবার মুখে হাঁসি ফোটানো।
আমাদের এই অরগানাইজেশানটি খোলার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষদের সাহায্য করা। তাদের কারো প্রয়োজন শিক্ষার, কারো প্রয়োজন পোশাক ও কারো প্রয়োজন খাদ্যের যা দারিদ্রতার কারণে তারা পায় না। এগুলো তাদের মৌলিক চাহিদা। আমরা চাই নি-স্বার্থভাবে ও অসম্প্রদায়িক মনভাব নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই কাজ একা সম্ভব নয়। দরকার সবার সহায়তার। সবার সহায়তা পেলে এই সকল মানুষদের মুখে আমরা হাঁসি আনতে সক্ষম হবো।
আমরা যে সকল বিষয়ে কাজ করছি তার মধ্যে উল্লেখযোগ্য:
১। হতদরিদ্র শিশুদের খাবার আর পোশাকের পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করছি।
২। যারা কাজ করতে চায়, কিন্তু টাকার অভাব। তাদের অর্থ দিয়ে সাবলম্বী করতে চাই।
৩। শিশু শিক্ষা ১০০ ভাগ করার চেষ্টা করছি, যা দেশকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
৪। নারী অধিকারায়ন ও তাদের সাবলম্বী ও ন্যায্য বিচারের জন্য কাজ করছি।
৫। বয়স্ক মানুষদের পাশে দাড়াতে চাই।
৬। কাজ করার ক্ষমতা নেই এমন মানুষদের জন্য কিছু করতে চাই।
৭। হতদরিদ্র নারী-পুরুষদের কর্ম সংস্থান তৈরী করতে চাই।
৮। এতিম, অসহায় শিশুদের জন্য খাবার, পোশাক আর নিরাপদ বাসস্থান করতে চাই।
৯। পরিবেশ রক্ষায় গাছ রোপন, মানুষকে সচেতন করা এবং পরিস্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম করতে চাই।
১০। পশু পাখি আমদের জীবনের একাংশ, তাই তাদের নিরাপদ জীবন, খাদ্য আর বাসস্থান এর ব্যবস্থা করার ইচ্ছা।
১১,স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছি।
আমাদের ব্রাঞ্চসমূহ:
১.প্রধান কার্যালয়ঃ ব্লগ এ ১-২,লুৎফর রহমান সড়ক
২.কার্যক্রম কার্যালয়ঃ ভাটারখাল,শওকত হোসেন হিরন ঈদ গাহ ময়দানের পাশে।
৩.কার্যক্রম শাখাঃ কামারখালী,দাড়িয়াল ইউনিয়ন, বাকেরগঞ্জ,বরিশাল আমাদের ব্রাঞ্চ রয়েছে।
আপনাদের সবার সাহায্য আমাদের কাম্য, আশা করি আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো। আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। চলুন সবার মুখে হাসি ফোটাই।
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY )
ব্লগঃ এ রোডঃ ১-২ লুৎফর রহমান সড়ক,
বরিশাল-৮২০০
মোবাইল নাম্বারঃ
সোসাটির হট লাইনঃ 09611-258665
প্রধান অফিসের হট লাইন নাম্বারঃ 01954-250432 ;; 01706-899161
মানব সেবা আমাদের ধর্ম,আমরা কাজে বিশ্বাসী। একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন
Comments
Post a Comment