মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির নতুন আহ্বায়ক হলেন মেহেদী হাসান মুন্না ও যুগ্ম আহ্বায়ক হলেন আতিকুর রহমান।
নিজেস্ব প্রতিবেদন।
প্রকাশঃ ২৭ই জুলাই ২০২২ রাত ১১:০৫ মিনিটের সময়।
আজ রাত ১০ ঘটিকায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির আলোচনা হয় অন লাইনে আলোচনায় সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান মুন্না ও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্নধার জনাব,এইচ এম নকিবুল ইসলাম (সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি)
আলোচনায় আলোর সন্ধানে পাঠশালা নিয়ে আলোচনা করা হয় এবং ঘোষণা করা হয় তানবিন ইসলাম তুলির নেতৃত্বে পাঠাশালার কার্যক্রম আবারও শুরু করা হবে আগামী ২৯ই জুলাই শুক্রবার বিকাল ০৪:৩০ মিনিট থেকে।
তখন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সহ উপস্তিত ছিলেন কাজী মেহেদী,মেহেদী হাসান মুন্না,আরিয়ান,আয়ন,আতিকুর রহমান।
তখন প্রতিষ্ঠাতা নতুন আহ্বায়কে উদ্দেশ্য করে বলেন।
তুমি শুক্রবার বাচ্চাদের ঐখানে গিয়ে সব তদারকি করবে।কি কি সমস্যা আছে তারপর আমায় জানাবে।
আলোচনা শেষ হতে না হতেই ছোট বৈঠক করেন সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল,মহা পরিচালক শামিমা ইয়াসমিন সহ উপদেষ্টা মন্ডলি
সেখানে এইচ এম নকিবুল ইসলাম একটি আহ্বায়ক কমিটির নাম উক্তোলন করেন পরবর্তীতে সেটা থেকে যাছাই বাছাই করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মাননীয় চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র
১ মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
আহ্বায়কঃ মোঃ মেহেদী হাসান মুন্না
যুগ্ম আহ্বায়কঃ আতিকুর রহমান
সদস্যঃ
দিপাঞ্জন সরকার
মেহেদী কাজী
অয়ন
হামিদুল চৌধুরী
নতুন আহ্বায়ক কমিটির প্রধান কাজই হলো ১ মাসের মধ্যে কমিটি ঘোষণা করা।
মানব সেবা আমাদের ধর্ম,আমরা কাজে বিশ্বাসী। একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন
Comments
Post a Comment