সংগঠনের সভাপতি এইচ এম নকিবুল ইসলাম এর উপস্থিতিতে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান এর দায়িত্বে আলোর সন্ধানে পাঠশালার ৩য় ক্লাস সম্পূর্ণ
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম এর উপস্থিতিতে ও ৩য় ক্লাসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান এর দায়িত্বে আলোর সন্ধানে পাঠশালার ৩য় ক্লাস সম্পূর্ণ হয়েছে
প্রতি কার্যদিবসের মত গেছে শুক্রবার ১২ই আগস্ট ২০২২ইং তারিখ আলোর সন্ধানে পাঠশালার সাপ্তাহিক ক্লাস সম্পূর্ণ হয়েছে।১২ আগস্টের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন আরিফুর রহমান এছারাও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ এম নকিবুল ইসলাম স্যার। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও সদস্য সিফাত স্যার।
তখন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম স্যার,বলেন
সকল সদস্যদের সহযোগিতায় কার্যক্রম খুবই সুন্দর ভাবে সম্পূর্ণ হচ্ছে, এই ভাবেই সকলের সহযোগিতায় সংগঠন একদিন তার গন্তব্যে পৌঁছাতে পারবে।
তবে সকলে মনে রাখবেন আপনি একটি কাজ ৯৯ বার করেছেন কিন্তু সফল হন নায় তাতে কোনো সমস্যা নেই।১০০ বার এর সময় আবার চেষ্টা করুন সৃষ্টি কর্তা চাইলে তখন আপনি সফলতা অর্জন করবেন।সকলে মিলে মিসে কাজ করবেন।আমি দূরে থাকলেও মনে করবেন সব সময় আপনাদের সকলের সাথে আছি।
শিক্ষার্থীরা সব সময় মনে রাখবে ক্লাস টাইমে ক্লাস পরবে।আমি নকিব নেই তার জন্য যে ক্লাস করা যাবে না এটা খুবই খারাপ চিন্তা এই চিন্তা ভাবনা দূর করে ক্লাস করো মন দিয়ে।
আমি যখনই সুযোগ পাবো ছুটে আসবো তোমাদের কাছে ইনশাআল্লাহ।
ক্লাস শেষে বাচ্চাদের খাবার বিতরণ সম্পূর্ণ করা হয় এবং আগামী ক্লাসের জন্য বাচ্চাদের অভিভাবকদের সাথে কথা বলেন এইচ এম নকিবুল ইসলাম।
Comments
Post a Comment