মোঃ সিফাত হাওলাদারের সভাপতিত্বে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক কোভিড-১৯ এর সচেতনতা ক্যাম্পিং
![]() |
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক কোভিড-১৯ এর সচেতনতা ক্যাম্পিং
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক নোভেল করোনা ভাইরাস উপলক্ষে, ৩ নং দাড়িয়াল ইউনিয়নে জনসচেতনতা মূলক মাইকিং,
পূজাখালী বাজার,বালিয়ার বাজার,মাতুব্বর হাট,তালুকদার হাট,উত্তমপুর বাজার(নতুন+পুরাতন) ও দাড়িয়াল ইউনিয়ন এর সকল মসজিদের চার পাশ দ্বিতীয় দিনের মত জীবানু ণাশক ছিটানো কার্যক্রম।
দ্বিতীয় দিন যাত্রা শুরু। তারিখঃ ১৫/০৪/২০২০ বারঃ বুধবার। সময়ঃ সকাল ১০:০০ টা এএম।যাত্রা শুরু স্থানঃ পূজা খালী বাজার।
উদ্বোধকঃ মোঃ জসিম উদ্দিন (মেম্বার)ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ
প্রধান অতিথিঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি। প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।)
সভাপতিত্ব করেনঃ মোঃ সিফাত হাওলাদার (সভাপতি, এডহক কমিটি, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি,কামারখালী )
Comments
Post a Comment