দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম
দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম।
নিজস্ব প্রতিবেদন,০৫ই আগস্ট,বিকাল ৬ ঘটিকায়
দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এ,টি,এম,শহিদুল্লাহ কবির এর সভাপতিত্বে আজ বিকাল ৪ ঘটিকায় স্থানীয় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনর মাননীয় প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা।
তখন উপস্থিত ছিলেন সংগঠনের স্পিকার বিলকিস আক্তার ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেনঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষিত জাতি উপহার দিতে হলে,আগে আমাদের শিক্ষিত হতে হবে।পথ শিশু বলে কোনো কথা নেই আমাদের পরিচয় আমরা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেলের দ্বার প্রান্তে পৌঁছে গেছে।সকলের উদ্দেশ্যে বলি আগে লেখা পড়া করতে হলে বই কিনে লেখা পড়া করতে হতো।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল শিক্ষার্থীদের ফ্রি বই সহ অন্যআন্ন সকল সুযোগ সুবিধা দিচ্ছে। তো আমরা কেনো লেখা পড়া করবো না।তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে। সকল তখন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন এইচ এম নকিবুল ইসলাম সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। আর বাচ্চাদেরও দিয়েছে একটা পাঠশালা। আমি এইচ এম নকিবুল ইসলামের সাথে আছি সব সময় ও আপনারা যারা অভিভাবক আছেন তারাও সকল সহযোগিতা করবেন।
প্রধানমন্ত্রী একা কাজ করলে হবে না আপনারা যে সেক্টরে আছেন সে সেই সেক্টর থেকে বিন্দু বিন্দু সামনে এগিয়ে আসলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে
Comments
Post a Comment