Skip to main content

Posts

Showing posts from February, 2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠান।

একুশ আমার চেতনা একুশ আমার অহংকার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিলকিস আক্তার,(স্থায়ী উপদেষ্টা সদস্য ও মাননীয় স্পিকার,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ সুজন হাওলাদার,(যুগ্ম আহ্বায়ক,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,বরিশাল) সভাপতিত্ব করেনঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি। প্রতিষ্ঠাতা মহাপরিচালক, আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল) sYHQ/s320/received_232226335261107.jpeg"/>

মোহাম্মদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে সাইকেল র‍্যালী

বিকাল ৩ টায় সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সবুজ বাংলা সোসাইটির পরিচালনায়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর সাইকেল র‍্যালি উদ্বোধন করেন মেহেদী হাসান লাবু। February 21, 2021

সকালে সকল ছাত্রদের নিয়ে এইচ এম নকিবুল ইসলাম বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে জান।

সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সকালে বাচ্চাদের নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম ও সংগঠনের স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি।ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য বিন্দুরা।

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র দাড়িয়ালের কমিটি ঘোষণা।

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি প্রধান কার্যালয়,বরিশাল।

মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির বাচ্চাদের নিয়ে খেলাধুলা শেষে খাবার বিতরণ অনুষ্ঠান।

মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির বাচ্চাদের নিয়ে খেলাধুলা শেষে খাবার বিতরণ অনুষ্ঠান মানবতার ফেরিওয়ালা মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির সভাপতি এইচ এম নকিবুল ইসলাম আজ বিকালে নামাজ শেষে বাচ্চাদের সাথে কিছু সময় কাটালেও এবং বাচ্চাদের নিয়ে নতুন আশ্বাস দেখালেন। বাচ্চাদের বলেন আগামী ১ই মার্চ থেকে তাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এবং নিয়মিত ক্লাস হবে। তখন এইচ এম নকিবুল ইসলাম সকল গার্ডিয়ানদের সাথে মতবিনিময় করেন এবং বলেন যে আপনাদের সকলের সহযোগিতা এই ক্ষেত্রে কাম্য কারণ বর্তমানে কোন ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে আমাদের সকলের সচেতন হতে হবে সচেতনতা অবলম্বন করে তার পাশাপাশি আমাদের কার্যক্রম চালাতে হবে। তখন উপস্থিত ছিলেন সংগঠনের মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর স্থায়ী সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক তানবিন ইসলাম তুলি।উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর স্থায়ী সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ রাকিব মৃধা আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলা সোসাইটি সভাপতি আল অহি জিহাদ ও তাদের সংগঠনের সদস্যবৃন্দরা। তখন বাচ্চাদের নিয়ে কিছু সময় খেলাধুলা করে তাদের মাঝ...

মানবতার ফেরিওয়ালা এইচ এম নকিবুল ইসলাম এর ৯ম বাবের মত দূলর্ভ ও নেগেটিভ রক্ত দান।

মানবতার ফেরিওয়ালা এইচ এম নকিবুল ইসলাম এর ৯ম বাবের মত দূলর্ভ ও নেগেটিভ রক্ত দান। "আমার রক্তে বাঁচে যদি একজন মুমূর্ষু রোগীর প্রাঁন। কেনো আমি করবো না সেচ্ছায় রক্ত দান।" #আালহামদুলিল্লা দেশে #Covid_19(করোনা ভাইরাস)এর চরম বিপর্যয়ে ও থেমে নেই প্রকৃত #মানবতাপ্রেমি #রক্তযোদ্ধারা 😍। তারই এক দৃষ্টান্ত উদাহারন HM Nokibul Islam Santo (#প্রতিষ্ঠাতা ও সভাপতি, Mohammed Nazrul Islam Poly Begum Society - (MNIPB Society) প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, Amena Blood Donar's Club Barishal ( আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল ) দেশ এখনও কোভিড-১৯ এর আতংক পরিবেশ তার মধ্যেও মানবতার ডাকে সারা দিয়ে_অসহায় রোগীর সাহায্যে এগিয়ে আসলেন শ্রদ্ধা ভাজন সভাপতি ❤ তিনি ৯ম বারের মতো দুপুর ১২:০০ মিনিটের সময় জুম্মার নামাজের আগে এক ব‍্যাগ ও নেগেটিভ লাল ভালবাসা উপহার দিলেন এক মাকে Mohammed Nazrul Islam Poly Begum Society ও Amena Blood Donars Club Barishal এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।দোয়া করি আপনি যেন এই ভাবে হাসি খুশি হয়ে আমাদের সাথে হাতে হাত রেখে মানবতার সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত র...

বরিশাল বিশ্ববিদ্যালয় গভীর রাতে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা, আহত ১৩

বরিশাল বিশ্ববিদ্যালয় গভীর রাতে শিক্ষার্থীদের ওপর পরিবহনশ্রমিকদের হামলা, আহত ১৩ নিজস্ব প্রতিবেদক বরিশাল প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১: ৩১ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধে আটকা পড়া কুয়াকাটা এক্সপ্রেস নামের বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গতকাল মঙ্গলবার গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে নগরের রূপাতলী হাউজিং এলাকার কয়েকটি সড়কে শিক্ষার্থীদের মেসে এসব হামলা হয়। এই হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। play: block; padding: 1em 0; text-align: center; "> বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধে আটকে পড়া একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধরা কুয়াকাটা এক্সপ্রেস নামে অবরোধে আটকা পড়া বাসটিতে আগুন দেয়। সকাল থেকে সড়ক অবরোধের কারণে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কুয়াকাটার অভ্যন্তরীণ পথ এবং ঢাকাসহ...

১ ম বারের মত মানবতার ডাকে সাড়া দিয়ে রক্ত দান করলেন সংগঠন এর যুগ্ম সম্পাদক মোসলেউদ্দিন সায়ান।

#এসো_হে_নবীন_মানবতার_কাজে_যাই #শৃঙ্খলাবদ্ধ_হয়ে_অসহায়_মানুষের_পাশে_দাঁড়াই আলহামদুলিল্লাহ, মানবতার সেবায় স্বেচ্ছায় ১য় বার বি+ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন। @মোসলেউদ্দিন সায়ান Sir #যুগ্ম সম্পাদক পৃথীবীর করোনা করুন অবস্থার মাঝেও ❤ সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন জয় হোক মানবতার....জয় হোক রক্তদাতার💞 শুভ কামনা ও ভালবাসা অবিরাম।

৯ম বারের মত মানবতার ডাকে সারা দিয়ে রক্ত দান করলেন সংগঠনের প্রচার সম্পাদক

#এসো_হে_নবীন_মানবতার_কাজে_যাই #শৃঙ্খলাবদ্ধ_হয়ে_অসহায়_মানুষের_পাশে_দাঁড়াই আলহামদুলিল্লাহ, মানবতার সেবায় স্বেচ্ছায় ৯ম বার বি+ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন। @মেহেদি হাসান Sir #প্রচার সম্পাদক পৃথীবীর করোনা করুন অবস্থার মাঝেও❤ সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন জয় হোক মানবতার....জয় হোক রক্তদাতার💞 শুভ কামনা ও ভালবাসা অবিরাম।

পিরোজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২১ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ পিরোজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবি পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমের অভিনয় করে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে। একপর্যায়ে দাবিকৃত টাকা না পেয়ে ওই কলেজনছাত্রীকে শারীরিক নির্যাতন করে রাস্তায় ফেলে রাখা হয়। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর বাড়ি জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে। সে চলতি বছরে এইচএসসি পাস করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি ইচ্ছুক। মামলা ও ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন গ্রামের মৃত মাসুম খানের ছেলে সোহেল খান ওই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে। এতে ওই কলেজ ছাত্রী রাজী না হলে বিভিন্ন সময় কান্নাকাটি করে তার সঙ্গে প্রেম করতে বাধ্য করে। একপর্যায়ে সোহেল...

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের মেম্বর ধর্ষণের বিচারের আশ্বাস দিয়ে ধর্ষণ করলেন মেম্বার নিজে।

গারুড়িয়ায় ধর্ষণের বিচারের আশ্বাস দিয়ে ধর্ষণ করলেন মেম্বার গারুড়িয়া প্রতিনিধিঃ গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে ধর্ষণের সালিশির কথা বলে আবারো ওই নির্যাতিতা গৃহবধূকে এক মেম্বার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে ৯নং ওয়ার্ডের মেম্বার এবং দুই সন্তানের জনক বাবুল খান। নির্যাতিতা দুই ছেলে শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন। তার স্বামী ঢাকায় থাকে। একই রাতে মেম্বারের পূর্বে সাহেবপুর গ্রামের মুদি ব্যবসায়ী আলাউদ্দিন মিরা জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। আলাউদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তিন সন্তানের জনক। ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সবশেষ মঙ্গলবার রাতে পাশের ঘরে টিভি দেখে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আলাউদ্দিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে। নির্যাতিতার ধারণা টিভি দেখতে যাওয়ার সময় ঘরের দরজা খোলা ছিলো। ওই সময় আলাউদ্দিন তার ঘরে ঢুকে লুকিয়ে ছিলেন। টিভি দেখে ঘুমানোর পর রাতে আলাউদ্দিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। এর পূর্বে সটকে ...

দরজার ফাঁক দিয়ে দেবর দেখলো ভাবিকে ধর্ষণ করছে প্রতিবেশী মোরশেদুল

দরজার ফাঁক দিয়ে দেবর দেখলো ভাবিকে ধর্ষণ করছে প্রতিবেশী মোরশেদুল প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৫ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫ রংপুর প্রতিনিধিঃ রংপুর নগরীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তর নাম মোরশেদুল (১৭)। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার এক দিনমজুরের স্ত্রীকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে মোরশেদুল। বুধবার রাতে বাড়ির পার্শ্বে এক ব্যক্তি মারা যাওয়ায় ওই গৃহবধূর স্বামীসহ বাড়ির লোকজন সেখানে যান। এই সুযোগে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে মুখ বেঁধে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন মোরশেদুল। ksrm আরও পড়ুন: আদালত চত্বরে প্রেমিকাকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে জামিন পেলেন নাজমুল রাত তিনটার দিকে নির্যাতিত নারীর দেবর বাড়িতে ঢুকে দরজার ফাঁক দিয়ে মোরশেদুলকে দেখতে পান। পরে তিনি এগিয়ে গেলে মোরশেদুল তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে ওই নারীর স্বামী বাদী হয়ে মোরশেদুলের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোরশেদুলের পরিবার ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে আসছে বলে...

মোঃ সিফাত হাওলাদারের সভাপতিত্বে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক কোভিড-১৯ এর সচেতনতা ক্যাম্পিং

  মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক কোভিড-১৯ এর সচেতনতা ক্যাম্পিং মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক নোভেল করোনা ভাইরাস উপলক্ষে, ৩ নং দাড়িয়াল ইউনিয়নে জনসচেতনতা মূলক মাইকিং, পূজাখালী বাজার,বালিয়ার বাজার,মাতুব্বর হাট,তালুকদার হাট,উত্তমপুর বাজার(নতুন+পুরাতন) ও দাড়িয়াল ইউনিয়ন এর সকল মসজিদের চার পাশ দ্বিতীয় দিনের মত জীবানু ণাশক ছিটানো কার্যক্রম। দ্বিতীয় দিন যাত্রা শুরু। তারিখঃ ১৫/০৪/২০২০ বারঃ বুধবার। সময়ঃ সকাল ১০:০০ টা এএম।যাত্রা শুরু স্থানঃ পূজা খালী বাজার। উদ্বোধকঃ মোঃ জসিম উদ্দিন (মেম্বার)ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ প্রধান অতিথিঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি। প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।) সভাপতিত্ব করেনঃ মোঃ সিফাত হাওলাদার (সভাপতি, এডহক কমিটি, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি,কামারখালী )

ভোলায় চিটার আশরাফুলের বিরুদ্ধে মামলা করে বিপাকে পুলিশ কর্মকর্তা!

  নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০১৮ সালে ভোলার সবচেয়ে দক্ষিণের থানা আইচায় একটি মামলা হয় ইয়াবা সংক্রান্ত। মামলায় ওই থানার উত্তর চরকলমি এলাকার আবদুল জলিল ফরাজী ওরফে মতুর ছেলে মো. আশরাফুল আলম দিপুকে আসামি করা হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ এবং বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু কিছুদিন পরই জামিনে বেরিয়ে আসেন ২০ বছর বয়সী এ তরুণ। আইচা থানার পরিদর্শকসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপির অভিযোগ সেলে অভিযোগ দায়ের করেন। সেটি আমলে নিয়ে চলছে পুলিশ সদর দপ্তরের তরফে তদন্ত আর এর জের টানতে হচ্ছে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তাদের রিমান্ডে থাকাকালে দিপু স্বীকার করেছে, ভুয়া অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি করার বিষয়টি। সরকারের পদস্থ কর্মকর্তাদের প্রতারণার মাধ্যমে রীতিমতো বোকা বানিয়ে দিপু হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, এই রয়েল চিটার দেশের বিভিন্ন স্থানে সফর করতেন সরকারি প্রটোকল নিয়ে। নিজেকে কখনো নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান, কখনো মার্কিন নাগরিক, কখনো এনএসআই’র পরিচালক হিসেবে নিজের পরিচয় দিতেন দিপু। এমনকি প্রয়োজন হলে...

সারাদেশের মতো বরিশালও প্রস্তুত করোনার টিকা দেওয়ার জন্য। শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সক্ষমতা নেই তাদের জন্য কেন্দ্রগুলো ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে।

  বরিশাল প্রতিনিধি :: সারাদেশের মতো বরিশালও প্রস্তুত করোনার টিকা দেওয়ার জন্য। শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সক্ষমতা নেই তাদের জন্য কেন্দ্রগুলো ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো করোনার টিকা প্রদানকারী ও সেচ্ছাসেবীদের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ সাংবাদিকদের জানান, গ্রামের সাধারণ মানুষ যারা করোনার টিকার রেজিস্ট্রেশন করায় সক্ষম নয় তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করা হবে, আবার কেউ চাইলে কেন্দ্রে এসেও রেজিস্ট্রেশন করতে পারবে। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব‌রিশাল সি‌টি করপোরেশনের এনেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ জানান, বরিশালে যে পরিমান ভ্যাকসিন এসেছে সেখান থেকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে ১০ হাজার জনের তালিকা পাঠানো হয়েছে। তাছাড়া সুরক্ষা অ্যাপ ও ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের কার্যক্র...

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি দাড়িয়াল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ ইমন শরিফের শুভ জন্মদিন।

  মোহাম্মাদ  নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি দাড়িয়াল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ ইমন শরিফের জন্মদিনে সংগঠনের সভাপতি এইচ এম নকিবুল ইসলাম,  সদস্য সচিব মোঃ শাকিল হাওলাদার ও সকল সদস্যদের পক্ষথেকে শুভেচ্ছা

মরহুম হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. - এর সহধর্মিনী ও হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের মাতার মৃত্যুতে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি শোকাহত

  মরহুম হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. - এর সহধর্মিনী ও হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের মাতা আজ সন্ধ্যায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি পরিবার। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। সেই সাথে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছি।   

এইচ এম নকিবুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শাকিল হাওলাদার এর পরিচালনায় দিন ব্যাপি জীবানু ণাশক স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং

 মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কতৃক নোভেল করোনা ভাইরাস উপলক্ষে, ৩ নং দাড়িয়াল ইউনিয়নে জনসচেতনতা মূলক মাইকিং ও জীবাণু-ণাশক স্প্রে। বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার,বাংলা বাজার,মানিক চেয়ারম্যান বাড়ি মসজিদ, মুন্সির হাট-নতুন ও পুরান বাজার,মিয়ার হাট,কাটাদিয়া খেয়াঘাট ও দাড়িয়াল ইউনিয়ন এর সকল মসজিদের চার পাশ প্রথম দিনের মত জীবানু ণাশক ছিটানো কার্যক্রম অনুষ্ঠানের যাত্রা শুরুর উদ্বোধন। প্রথম দিন উদ্বোধন করেনঃ এম এ জব্বার বাবুল (চেয়ারম্যান, ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথিঃ মোঃ জুবায়ের আহাম্মেদ (ইনচার্জ,বাংলাদেশ পুলিশ তদন্ত কেন্দ্র, সরসী।) সভাপতিত্ব করেনঃ এইচ এম নকিবুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও সভাপতি,মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি।প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক,আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।) অনুষ্ঠান পরিচালনা করেনঃ মোঃ শাকিল হাওলাদার (কেন্দ্রীয় সদস্য সচিব, মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি কামারখালী শাখার সদস্য বিন্দু  সার্বিক সহযোগিতায়ঃ আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল।  সভাপত...

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এর বর্তমান কার্যসমূহ

  VISIT OUR OFFICEL WEBSITE :: www.https//:mnipbsociety.blogspot.com মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি, (একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন) বর্তমানে আমরা ৬ টা বিষয় নিয়ে কাজ করতেছি। এবং মোট ১২ টা বিষয়য়ের উপরে কাজ করবো উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ।  ১. পথচারী শিশু ও অসহায় দারিদ্র্য পরিবারের শিশুদের একাডেমিক শিক্ষা দান,,,( বিটের নামঃ মাষ্টার মশাইর পাঠশালা। কার্যস্থানঃ ভাটারখাল বরিশাল।  ) ২.স্বাস্থ্য সচেতনতা। ( যেটা বর্তমাতে করোনা ভাইরাস নিয়ে কাজ চলছে।) ৩. রক্তদান (বিট নামঃ আমেনা ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল)  ৪. ত্রান সামগ্রী বিতরন৷  ৫.দূর্যোগ মোকাবেলায় সেচ্ছাসেবী টিম গঠন। ৬.নারী ধর্ষন প্রতিবাদ আন্দোলন https://www.facebook.com/groups/651064192419019/?ref=share দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক,  এমএনআইপিবি সোসাইটি  ধন্যবাদ